মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF সহ
প্রিয় পাঠক ধন্যবাদ জানাই আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আপনি যদি ইতিমধ্যে অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF সহ তবে এ সম্পর্কে জানতে একদম সঠিক জায়গায় এসেছেন।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
মেট্রো রেল বলতে মেট্রোপলিটন এলাকায় চলা রেল কে বোঝায়। বাংলাদেশের বড় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা মেট্রো রেল। যা ঢাকা শহরকে রাজধানী হিসেবে করবে আরো গতিশীল। মুক্ত করবে যানজট হতে। বর্তমানে ঢাকার প্রায় দেড়কোটি। এই বিশাল জনসংখ্যার চাপ নিরসনে সময়ের সাথে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন আনতে এই মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পটি নিয়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF সহ নিয়ে আলোচনা করব।
১. কবে থেকে মেট্রোরেল প্রকল্প চালু করা হয়েছে?
উত্তরঃ ২০১৬ সাল হতে।
২. ঢাকার মেট্রোরেলকে কি বলে?
উত্তরঃ ম্যাস রেপিড ট্রানজিড।
৩. DMTCL বা ঢাকা মেট্রোরেল ট্রানজিড কোম্পানি কবে গঠিত হয়?
উত্তরঃ ২০১৩ সালের ৩ জুন
৪. এই প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL.
৫. RSTP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Recised Strategic Transport Plan.
৬. ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল পরিচালনা,রক্ষণাবেক্ষণ, জরিপ,নির্মাণ ও ডিজাইনের জন্যে।
৭. ঢাকা মেট্রোরেল প্রকল্পের ব্যায় কত?
উত্তরঃ ২২ হাজার কোটি টাকা।
৮. RSTP অনুযায়ী কয়টি ম্যাস রেপিড প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে?
উত্তরঃ ৫টি।
৯. মেট্রোরেল এ কোন সংস্থা লোন দিয়েছে?
উত্তরঃ জাইকা।
১০. এই প্রকল্পে জাইকা কত শতাংশ লোন দিয়েছে?
উত্তরঃ ৭৫ শতাংশ।
১১. মেট্রোরেলে সরকার কত ব্যয় করে?
উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা বা ২৫%।
১২. মেট্রোরেল প্রকল্পদ জাইকা কত লোন দেয়?
উত্তরঃ ১৬হাজার ৫৯৫ কোটি টাকা।
১৩. কখন মেট্রোরেলের প্রথম ধাপ চালু করা হবে?
উত্তরঃ ২০২০ এর ডিসেম্বর।
১৪. মতিঝিল-উত্তরা অব্দি মেট্রোরেলের নাম কি?
উত্তরঃ এম আর টি লাইন ৬।
১৫. মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় চালু হচ্ছে?
উত্তরঃ উত্তরা-মতিঝিল
১৬. মেট্রোরেলে উত্তরা-মতিঝিল যেতে কতক্ষণ সময় প্রয়োজন হবে?
উত্তরঃ ৩৫ মিনিট।
১৭. মেট্রোরেল প্রথম ধাপে কতটি স্টেশন?
উত্তরঃ ১৬টি।
১৮. কোথায় কোথায় মেট্রোরেল স্টেশন হবে?
উত্তরঃ উত্তরা দক্ষিণ,উত্তরা সেন্টার,পল্লবী,আইএমটি,মিরপুর-১০,ফার্মগেট,তালতলা,কাজীপাড়া,আগারগাঁও, বিজয় সরণি,সোনারগাঁও, জাতীয় স্টেডিয়াম,জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর,বাংলাদেশ ব্যাংক।
১৯. মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে প্রত্যেক ট্রেনে কতটি বগি থাকেব?
উত্তরঃ ৬টি।
২০. মেট্রোরেল প্রথম ধাপের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার।
বিভিন্ন সরকারী বেসরকারী চাকুরীর পরীক্ষায় এখন প্রায়ই এই ধরণের প্রশ্ন গুলা দেওয়া হয়ে থাকে। তাই আপনি জ্ঞাত থাকার উদ্দেশ্যে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF সহ এই পোষ্টে উল্লেখ করা। পুরো পোষ্টটি পড়ে নিন বিস্তারিত।
২১. প্রথম ধাপে কতটি ট্রেন চলবে?
উত্তরঃ ২৪ টি।
২২.মেট্রোরেল এর পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।
২৩. প্রতি পিলারের ব্যাস কত?
উত্তরঃ ২ মিটার।
২৪. একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার।
২৫. মেট্রোরেল ঘন্টায় কত বিদ্যুৎ ব্যয় করবে?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।
২৬. বিদ্যুৎ সরবারাহের জন্যে কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫টি।
২৭. বিদ্যুৎ সরবারাহের জন্যে উপকেন্দ্র কোথায় স্থাপন করা হবে?
উত্তরঃ পল্লবী,উত্তরা,সোনারগাঁও, তালতলা ও বাংলা একাডেমি।
২৮. মেট্রোরেল ২য় ধাপ কত কিলোমিটার হবে?
উত্তরঃ ৪.৪০ কিলোমিটার।
২৯. ২য় ধাপ কোথায় চালু করা হবে?
উত্তরঃ বাংলাদেশে ব্যাংক হতে হোটেল সোনারগাঁও।
৩০. মেট্রোরেল ৩য় ধাপ কত কিলোমিটার হবে?
উত্তরঃ ৪.৭ কিলোমিটার।
৩১. মেট্রোরেল ৩য় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা থেকে পল্লবী।
৩২. ঢাকা মেট্রোরেল কতজন যাত্রী যাতায়াতের সুবিধা আছে?
উত্তরঃ ১ লাখ ৮শ’ প্রতিদিন।
৩৩. ঢাকা মেট্রোরেল এর রুটের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১ কিলোমিটার।
৩৪. ঢাকা মেট্রোরেল এ কতটি ট্রেন থাকবে পরিকল্পনা রয়েছে?
উত্তরঃ ৫৬টি সম্ভব্য।
৩৫. ঢাকা মেট্রোরেল কতটি এলিভেটেড স্টেশন থাকবে?
উত্তরঃ ১৬টি।
৩৬. কখন এর কাজ শুরু হয়?
উত্তরঃ ২০১৬ সালের জুন মাসে।
৩৭. ঢাকা মেট্রোরেল এর বাজেট কত?
উত্তরঃ ২.৮ বিলিয়ন মার্কিন ডলার।
৩৮. কবে এর কাজ শেষ হবে?
উত্তরঃ পরীক্ষামূলক চালানো হয়েছে।
আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের এই আর্টিকেলের মাধ্যমে বেশ কিছু মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF সহ পেতে সক্ষম হয়েছেন। শিক্ষামূলক পোষ্টের আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন।