চাকরির পড়াশোনা

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দ (কমন উপযোগী)

প্রিয় পাঠক আপনি যদি ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দ (কমন উপযোগী) তবে এ সম্পর্কিত বিশদ জানার জন্য একদম সঠিক জায়গায় এসেছেন। আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কমন উপযোগী শিক্ষামূলক পোষ্টের আপডেট দিয়ে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক।

চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দ

১.অখণ্ড শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিভক্ত।
২.অনুরক্ত -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিরক্ত
৩.অনুমোদিত -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অননুমোদিত
৪.নিগ্রহ -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অনুগ্রহ।
৫. অনাস্থা -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ আস্থা।

৬.অতিকায়-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ক্ষুদ্রকায়।
৭.অর্বাচীন -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ প্রাচীন।
৮.অনুরাগ -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিরাগ।
৯. অধিত্যকা-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ উপত্যকা।
১০.অন্তরঙ্গ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বহিরঙ্গ।

১১.আকাশ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ পাতাল।
১২.আদিষ্ট-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ নিষিদ্ধ।
১৩.আকস্মিক-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ চিরন্তন।
১৪.প্রসারণ -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ আকুঞ্চন।
১৫.অহ্ন -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ রাত্রি।

১৬.অসীম-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃসসীম
১৭.অলীক -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সত্য।
১৮.আরোহণ -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অবরোহণ।
১৯.আগমন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ প্রস্থান।
২০.আগমনী-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিদায়ী।

আপনি এই আর্টিকেলে পড়ছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দ (কমন উপযোগী) নিয়ে। আমরা শ্রেষ্ঠা করেছি বারবার বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে। চলুন আরো পড়ে নেওয়া যাক।

আরো পড়ুনঃ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা (কমন উপযোগী)

২১.আবাহন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিসর্জন।
২২.অনাবিল-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ আবিল।
২৩.অনন্ত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সান্ত।
২৪.অনসূয়মান -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ উদীয়মান।
২৫.অমৃত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ গরল।

২৬.অলস-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ পরিশ্রমী।
২৭.অর্থীর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ যাচক।
২৮.অর্পণ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ গ্রহণ।
২৯.আপদ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সম্পদ।
৩০.উন্নীত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অবনমিত।

৩১.উদ্যত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃবিরত।
৩২.উত্থান-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃপতন।
৩৩.আঁটি-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ শাঁস।
৩৪.উত্তরণ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অবতরণ।
৩৫.ইদানীং-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ তদানিং।

৩৬.আলো-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ আঁধার।
৩৭.আদিম-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অন্তিম।
৩৮.আবির্ভাব -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ তিরোধান।
৩৯.ঈদৃশ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ তাদৃশ।
৪০.ইতর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ভদ্র

এখানে সর্বমোট চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দ  135+ দেওয়া হয়েছে। যেহেতু আপনি এতটুকু পর্যন্ত পড়ে নিয়েছেন তাই ধরেই নিচ্ছি আপনার ভালো লাগছে।

আরো পড়ুন: চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ (কমন উপযোগী)

৪১. ঋদ্ধি-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অননতি।
৪২.একান্ন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃপৃথগন্ন।
৪৩.এঁড়ে-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বকনা।
৪৪.ঊষর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃউর্বর।
৪৫.এখন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ তখন।

৪৬.উদার-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সংকীর্ণ।
৪৭.উত্তপ্ত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ শীতল।
৪৮.উৎকর্ষ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অপকর্ষ
৪৯. উচাটন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ প্রশান্ত।
৫০.উত্তরীয় -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অন্তরীয়।

৫১.উগ্র-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সৌম্য।
৫২.উদ্ধত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিনীত।
৫৩.ঐহিক-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ পারত্রিক।
৫৪. ঐচ্ছিক-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ আবশ্যিক
৫৫.কুটিল-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ কোমল।

৫৬.কুৎসা-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ প্রশংসা।
৫৭.খিড়কি-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সিংহদ্বার।
৫৮.গ্রাম্য-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ শহুরে।
৫৯.গুপ্ত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ব্যক্ত।
৬০.খবর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ জিজ্ঞাসা।

৬১. ক্ষয়িষ্ণু-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বর্ধিষ্ণু।
৬২.গ্রহণ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বর্জন।
৬৩.ঘাটতি-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বাড়তি।
৬৪.খাতক-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ মহাজন।
৬৫.খুশি-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অখুশি।

৬৬.গঞ্জনা-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ প্রশংসা।
৬৭.ক্ষীয়মাণ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বর্ধমান৷
৬৮.ক্ষিপ্র-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ মন্থর।
৬৯.ক্ষতি-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ফায়দা৷
৭০.ক্ষিপ্ত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ শান্ত।

৭১. ধবল-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ কৃষ্ণ।
৭২.কৃষ্ণপক্ষ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ শুক্লপক্ষ।
৭৩.কোমল -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ কঠিন।
৭৪.ক্রোধ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ মায়া।
৭৫.কৃতঘ্ন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ কৃতজ্ঞ।

৭৬.ঝানু-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অপটু।
৭৭.ডাগর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ছোট।
৭৮.ত্বরা-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিলম্ব।
৭৯.দারিদ্র্য-
উত্তরঃ ঐশ্বর্য।
৮০.তাপ-
উত্তরঃ শৈত্য।

৮১.তীক্ষ্ণ -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ স্থূল।
৮২.তাতা-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ঠাণ্ডা
৮৩.তস্কর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সাধু।
৮৪.তমসা-
উত্তরঃ আলো।
৮৫. তিমির-
উত্তরঃ আলো।

৮৬.তেজী-
উত্তরঃ নিস্তেজ।
৮৭.চঞ্চল-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃস্থির
৮৮.চাক্ষুষ-
উত্তরঃ অগোচর।
৮৯.জুলমাত-
উত্তরঃ আলো।
৯০.জঙ্গম -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ স্থাবর।

৯১.যৌবন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ জরা।
৯২.জমিন-
উত্তরঃ আসমান।
৯৩. চিরায়ত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ কদাচিৎ।
৯৪.জরা-
উত্তরঃ যৌবন।
৯৫.চপল -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ. গম্ভীর।

৯৬.চিরন্তন-
উত্তরঃ ক্ষণকালীন।
৯৭. ধনিক-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ নির্ধন।
৯৮. নির্মল-
উত্তরঃ পঙ্কি।
৯৯.দ্বেষ-
উত্তরঃ প্রেম।
১০০. ধীর -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অধীর।

১০১.নাস্তিক-
উত্তরঃ আস্তিক।
১০২.ধনবান-
উত্তরঃ ধনহীন।
১০৩.দাতা-
উত্তরঃ গ্রহীতা।
১০৪. নিরাকার -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সাকার।
১০৫. পাংশু-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সতেজ।

১০৬. পামর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ পুন্যবান।
১০৭.নেতিবাচক-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ইতিবাচক।
১০৮. নিমীলিত-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ উন্মীলিত।
১০৯. নিমগ্ন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ উদাসীন।
১১০. নিন্দুক -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ স্তাবক।

১১১.বিহান-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সন্ধ্যা।
১১২. বিশ্রী-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সুন্দর।
১১৩. বন্ধুর-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ মসৃণ।
১১৪. পুষ্ট-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ ক্ষীণ।
১১৫.প্রচ্ছন্ন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃব্যক্ত।

১১৬. প্রফুল্ল-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিমর্ষ।
১১৭.প্রলয়-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সৃষ্টি।
১১৮. প্রসন্ন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিষণ্ন।
১১৯. বিভাবরী-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ দিবস।
১২০. পাশ্চাত্য -শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ প্রাচ্য।

১২১. প্রশান্তি-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ অশান্তি।
১২২. প্রাচী-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ প্রতীচী।
১২৩. প্রসন্ন-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিষণ্ন৷
১২৪. বাহুল্য-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ সংক্ষেপ।
১২৫. বিলাপ-শব্দের বিপরীত শব্দ কি?
উত্তরঃ হাস্য।

১২৬. বন্ধুন-
উত্তরঃ মুক্তি।
১২৭. বিনীত-
উত্তরঃ দুর্বিনীত।
১২৮. সুষুপ্ত-
উত্তরঃ জাগরিত।
১২৯.সুরভি-
উত্তরঃ পূতি।
১৩০. সমষ্টি-
উত্তরঃ ব্যষ্টি।
১৩১.সন্ধি-
উত্তরঃ বিগ্রহ।

ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দ আমাদের সাইটের মাধ্যমে খুঁজে পেতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button